Basic Information

কবি পরিচিতি জন্ম ১৯৬৫ সালের ১১ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চন্দননগরে। বাবা স্বর্গীয় ননীগোপাল চক্রবর্তী সরকারী গেজেটেড অফিসার ছিলেন। মা শ্রীমতি শেফালী দেবী অবসরপ্রাপ্তা স্কুল শিক্ষিকা। স্ত্রী সহপাঠিনী শ্রীমতি এলি। কণ্যা রূপসা নিউজিল্যান্ডে গবেষণারতা ও পুত্র ঋতম্ ইঞ্জিনিয়রীং ছাত্র। চিন্ময় চক্রবর্তী একটি বহুজাতিক সংস্থার জাতীয় বাণিজ্যিক অধিকর্তা। সুদীর্ঘ বত্রিশ বছরের চাকরীগত যাত্রাপথ এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারের নানান চড়াই উৎরাই পেরিয়ে জীবনের অস্তমিত মধ্যগগনে তার উপলব্ধিকে কবিতার খাতায় প্রকাশ করা তাঁর কাছে বেঁচে থাকার একমাত্র রসদ। এর আগে তাঁর চারটি কাব্যগ্রন্থ ও একটি আত্মকথা মুলক গদ্যকাহিনী প্রকাশিত হয়েছে এবং মানুষের মন ছুঁয়েছে। বন্ধুতা, ধর্মান্ধতা, প্রেম, প্রকৃতি, রাজনৈতিক প্রতিকুলতা কবির লেখায় বার বার উঠে এসেছে। মানুষের সমাজ সচেতনতা আর দায়িত্ববোধ কবিকে ভাবিয়ে তোলে। কবিতার মধ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু মূল্যবোধকে জাগিয়ে তোলার অদম্য চেষ্টা রয়েছে। আর রয়েছে এই অবাক করা গ্রহটিকে আরো আরো সবুজ ও সুন্দর করে তোলার স্বপ্ন।

WhatsApp Button